,

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে সন্ত্রাস ও মাদক বিরোধী সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি ॥ রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহরোধ ও মাদক বিরোধী সচেতনতামুলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজে ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। কলেজের অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে ও প্রভাষক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান, গভর্নিং বডির আজীবন দাতা সদস্য ও পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ আনিস মিয়া, সমাজ সেবক খসরু চৌধুরী ও ইয়াওর মিয়া। সেমিনারে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন- সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে কোন ধর্মকে শক্তিশালী করা যায় না বরং এসব ধ্বংসাত্মক কর্মকান্ড উল্টো দেশ ও সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তাই যে কোন মুল্যে দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে হবে। তিনি বলেন- বাল্য বিবাহ রোধ করতে হবে। সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করে সুখি ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে হবে। সেমিনার শেষে সাইফুদ্দিন জাবেদের পরিচালানায় ও পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে বাল্য বিবাহ রোধ কল্পে নির্মিত সল্পদৈর্ঘ্য একটি চলচ্ছিত্র উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে প্রদর্শণ করা হয়।


     এই বিভাগের আরো খবর