,

খেলাফত মজলিস নেতা মাওঃ নিজামুদ্দিন আর নেই

সময় ডেস্ক ॥ হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা নিজামুদ্দিন ইন্তকাল করেছেন। গতকাল শুক্রবার বিকালে খেলাফত মজলিসের ৫ম অধিবেশনে বক্তৃতা শেষ করে চলে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েন মাওলানা নিজামুদ্দিন। এর কিছুক্ষণ আগেই তিনি অধিবেশনে (৩য় পৃষ্ঠায় দেখুন) বক্তব্য দিয়েছিলেন। প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতাল, পরে বারডেম হাসপাতালে নেয় হয় তাকে। সেখানে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে। তিনি সিলেটের একাধিক মাদরাসায় বুখারি শরিফসহ বিভিন্ন কিতাবের পাঠদান করেন। তিনি বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার সভাপতি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাববিবুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। এর আগে ভুলক্রমে মাওলানা নিজামুদ্দিনের পরিবর্তে মাওলানা আবদুল লতিফ নেজামীর নাম প্রকাশ করা হয়। এই অনাকাক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত।


     এই বিভাগের আরো খবর