,

আজমিরীগঞ্জে জুয়া খেলা নিয়ে বিরোধ ছুরিকাঘাতে যুবক খুন ॥ আটক ২

জুয়েল চৌধুরী ॥ আজমিরীগঞ্জে জুয়া খেলা খেলা নিয়ে দর্বৃত্তদের ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৪) নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার পশ্চিমবাগ গ্রামে এ ঘটনা ঘটে। ইব্রাহিম পশ্চিমবাগ গ্রামের রমজান মিয়ার পুত্র। আটক আলীম উদ্দিন (২৫) একই উপজেলার শিবপাশা গ্রামের ফজলুর রহমানের পুত্র এবং হালিম উদ্দিন (২১) একই গ্রামের আলাউদ্দিনের ছেলে। পুলিশ জানায় শুক্রবার ভোরে উপজেলার পশ্চিমবাগ গ্রামের সৈয়দ আব্দুল লতিফ পীরের বার্ষিক ওরস ছিল। ওরসে ভোর রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে ইব্রাহিম মিয়ার সাথে আলীম উদ্দিন ও হালিম উদ্দিনসহ একদল দুর্বৃত্তের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ইব্রাহিমকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ইব্রাহিম মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে সৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই মোস্তাক আহমেদ লাশের ছুরত হাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার পরপর আজমিরীগঞ্জ থানার এসআই বিলাল আহমেদ মেলায় অভিযান চালিয়ে উল্লেখিত দুই জনকে আটক করেন। নিহতের স্বজনরা জনান, ইব্রাহিম মিয়া চট্রগ্রামে রাজ মিস্ত্রির কাজ করত। সম্প্রতি বিয়ে করার জন্য সে বাড়িতে আসে। মেলায় পুর্ব বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুর রহমান পিপিএম নিহতের বিষয় নিশ্চিত করে জানান, শুনেছি জুয়া খেলার ঘটনাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।


     এই বিভাগের আরো খবর