,

লাখাইয়ে কোদালের আঘাতে ২য় শ্রেণীর ছাত্রের মৃত্যু

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার সাতাউক গ্রামে ক্রিকেট খেলা নিয়ে দুই শিশুর কোদালের কোপে ইমন (৮) নামের অপর এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের আব্দুল হাইয়ের পুত্র সাতাউক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। আহতদের পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে বাড়ির আঙিনায় ইমনসহ একই গ্রামের আক্কাছ আলীর পুত্র রাসেল, তামিমসহ কয়েক শিশু। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয় ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ওই গ্রামের আক্কাস মিয়ার পুত্র তামিম ও তার বড় ভাই রাসেল উত্তেজিত হয়ে পাশে থাকা কোদাল দিয়ে ইমনকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ইমনকে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। শুক্রবার রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শেরপুর এলাকায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর রফাদফার মাধ্যমে লাশটি গুম করার চেষ্টা করে সাথে আসা লোকজন। কিন্তু রফাদফা না হওয়ায় অবশেষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে ময়না তদন্তের জন্য ইমনের মৃতদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে এসেও একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এ সময় হাসপাতালে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে কৌশলে সটকে পড়ে এক পক্ষের লোকজন। টাকার বিনিময়ে বিষয়টি সমাধান হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই রাত ৯টায় লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। এব্যাপারে লাখাই থানার ওসি দেওয়ান নুরুল ইসলাম তালুকদার জানান, শিশুদের ঝগড়া কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর