,

ইভটিজিংয়ের বিচার চাওয়ায় : হবিগঞ্জের পইল গ্রামে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে ইভটিজিংয়ের বিচারপ্রার্থী চাওয়ায় গরম পানি দিয়ে স্কুল ছাত্রীর পা ঝলসে দিয়েছে বখাটে। পরে এ ঘটনার জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হেকিমের লম্পট পুত্র শাহিদ মিয়া প্রায়ই ইভটিজিং করতো একই গ্রামের ভিংরাজ মিয়ার কন্যা ও পইল উচ্চ বিদ্যালয়ের ৯বম শ্রেণীর ছাত্রী লাকি (১৬) কে। বিষয়টি লাকি তার পিতাকে অবগত করে। তিনি বখাটের পিতা হেকিমের নিকট বিচারপ্রার্থী হলে বখাটে শাহিদ ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল লাকি স্কুলে যাবার পথে বখাটে শহিদ ওই ছাত্রীর উপর গরম পানি ছুড়ে মারে। এতে লাকির ডান পায়ের পুরো অংশ ঝলসে যায়। লাকীর চিৎকারে তার পিতা ভিংরাজ এগিয়ে আসে। এ সময় বখাটে শাহিদ ও তার ভাই পারভেজ তার উপর হামলা চালাতে উদ্যত হয়। এর জের ধরে দুই দলের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত অবস্থায় লাকি আক্তার (১৬), অজিফা আক্তার (৫৫), ভিংরাজ মিয়া (৬০), বিলকিছ (২১), পারভেজ (২৪), আব্দুল হেকিম (৬৫), বখাটে শাহিদ (৩০) ও ছালেমা বেগম (১০০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


     এই বিভাগের আরো খবর