,

পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নবীগঞ্জের মামা হুজুর নিহত

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুর নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবী মামা হুজুর জঙ্গি সংগঠনের সদস্য। গত বুধবার দিবাগত রাতে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামা হুজুর ওরপে তাজুল ইসলাম মাহমুদ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের বাসিন্দা। তাজুল ইসলাম জগন্নাথপুর গ্রামের কবিরাজ ফরিদ উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি বলে জানিয়েছে পুলিশ। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পুলিশ জানায়, জঙ্গি কার্যক্রম পরিচলানায় ৫/৬ জন জড়ো হয়েছে- এমন সংবাদে ঘটনাস্থলে গেলে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তাজুল ইসলামের লাশ পাওয়া। ঘটনাস্থল থেকে ২৫টি ককটেল, ৫টি চাপাতি, ৫টি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার ভাই এর সাথে যোগাযোগ করা হলে বলেন, শুনেছি তবে বিষয়টি নিশ্চিত হতে পারিনি।


     এই বিভাগের আরো খবর