,

মাধবপুরে জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ শুরু হয়। তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধু মোহন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের এএসপি এসএম রাজু আহম্মেদ। সহকারী শিক্ষক ফখরুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ, তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল বর চৌধুরী, বহরা ইউ/পি চেয়ারম্যান আরিফুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফতেহুল ইসলাম, সহকারী মাওঃ জিয়াউর রহমান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান হোসেন, সাংবাদিক হামিদুর রহমান, এএসআই জাকির হোসেন প্রমুখ। একই দিন সকালে উপজেলার চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের হলরুমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মাওঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের এএসপি এসএম রাজু আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ, অধ্যক্ষ মোহন মিয়া,কলেজ পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন, সালাহ উদ্দিন ভূইয়া, নাজিম উদ্দিন শাহ, শিক্ষার্থী শাহীনা আক্তার,খালেদা আক্তার,আঃ ছালাম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর