,

অবশেষে বহুল প্রতিক্ষিত বাউসা মেইকরা বিলে নিজ অর্থায়নে ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী

আলী হাছান লিটন ॥ অবশেষে বহুল প্রতিক্ষিত বাউসা মেইকরা বিলে নিজ অর্থায়নে ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন বাউসা গ্রামবাসী। বিগত কয়েক বছর যাবত স্থানীয় প্রতিনিধিরা আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেননি। ব্রিজ না থাকায় বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায় সোনালি ফসল। পানি নিষ্কাসনের জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান মেইকরা বিলে ব্রিজ নিমার্ণে আশ্বাস দিলেও কবে শুরু তা জানা যায়নি। এনিয়ে গতকাল সোমবার রাতে বাউসা গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়ার উদ্যোগে তার বাড়িতে গ্রামবাসীর নিজ অর্থায়নে ব্রিজ নির্মাণে গ্রামের মুরুব্বিয়ান ও যুব সমাজের সম্মনয়ে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ মুরুব্বি শাহ মছদ্দর আলীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাউসা ইউপি বিএনপির সভাপতি মোঃ কাওছার আহমেদ, বাউসা জামে মসজিদের মোতাওল্লী হাজি তৈয়ব উল্লাহ, হাজি আব্দুল মোতালিব, ডিড রাইটার বিভূ আচার্য্য, মরম আলী, আব্দুল আউয়াল, আব্দুল মালিক, আব্দুল তাহিদ, হাজি শাহ সোলেমান আলী, শাহ জয়নাল মিয়া, বাউসা যুব সংঘের উপদেষ্ঠা বাছিতুর রহমান চৌধুরী, বাউসা যুব সংঘের সভাপতি সাংবাদিক আলী হাছান লিটন। এতে উপস্থিত ছিলেন শাহ ফখর উদ্দিন, শাহ জয়নাল মিয়া, শাহ লিমন মিয়া, শাহ মিজান মিয়া, মোঃ হানিফ মিয়া, মোঃ জাহাঙ্গির মিয়া, সাহেব আলী, মজন আলী, মোঃ আরজু মিয়া, মোঃ হানিফ মিয়া সহ সর্বস্থরের জনতা। বহুল প্রতিক্ষিত বাউসা গ্রামের মেইকরা বিলে ব্রিজ নির্মাণে গ্রামবাসী সবাই একমত পোষন করেন। লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়া তার বক্তব্যে বলেন ব্রিজ নির্মাণে যত টাকা ব্যয় হবে অর্ধেক টাকা তিনি নিজে বহন করবেন বলে ঘোষণা করেন। স্থানীয় ওর্য়াড মেম্বার আল-হেলাল আহমেদকে দাওয়া করার পরও তিনি সভায় আসেননি।


     এই বিভাগের আরো খবর