,

কুর্শি ইউনিয়ন পরিষদে কৃষকলীগের কমিটি গঠন নিয়ে হট্রগোল ॥ উত্তেজন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ৮নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবিবার রাতে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির পর আয়োজিত বৈঠক ভন্ডুল হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কৃষকলীগ সূত্র জানায়, ইউনিয়নের প্রাণকেন্দ্র বাংলাবাজার এলাকা নিয়ে গঠিত এনাতাবাদ (৮নং ওয়ার্ড) গ্রামে কৃষকলীগের কমিটি গঠনের জন্য বৈঠক আহবান করা হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আলী আহমদ মুসা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর মিয়া, সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরী। এসময় সভাপতি হিসেবে বারিক মিয়া, সম্পাদক শানুর মিয়া এবং সাংগঠনিক সম্পাদক জাপা কর্মী আবিদুরের নাম ঘোষণা করা হলে প্রতিবাদ করেন ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক মোতাব্বির হোসেন সরদার। আলোচনাক্রমে কমিটি গঠন এবং এনাতাবাদ গ্রামের ব্যহত গোষ্ঠীভুক্ত (বাগবাড়ির) মোঃ ছালিক মিয়াকে আহবায়ক করার দাবি করেন তিনি। এনিয়ে কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য আব্দুস সোবহান এবং চেয়ারম্যান মুসার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মারমুখী অবস্থায় অনুষ্ঠান ভন্ডুল হয়। এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য মোঃ আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামীলীগ নেতা মোতাব্বির হোসেন সরদার পরিকল্পিত ভাবে এঘটনা ঘটিয়েছেন। মোতাব্বির হোসেন সরদার বলেন, সোবহান মিয়া অনৈতিক ভাবে কমিটি চাপিয়ে দেয়ার চেষ্টা করলে উত্তেজিত কর্মীরা সভা ভন্ডুল করেন।


     এই বিভাগের আরো খবর