,

লাখাইয়ে যৌতুকের জন্য প্রতিবন্ধী স্ত্রীকে ছুরিকাঘাত

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামে যৌতুকের জন্য বাকপ্রতিবন্ধী স্ত্রীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করেছে পাষন্ড স্বামী। শুধু তাই নয়, পাষন্ড স্বামী স্ত্রীর হাত ও গলার রগ কেটে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ১ বছর আগে মনতৈল গ্রামের আহাদ মিয়ার কন্যা নাসিমা (২০) কে বামৈ গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র ভাঙ্গারী ব্যবসায়ী আল আমিন (৩০) এর সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় নাসিমার দরিদ্র পিতা আহাদ মিয়া যৌতুক হিসেবে তার সাধ্যমত উপঠোকন প্রদান করেন। সম্প্রতি আল আমিন টমটম কেনার জন্য বাকপ্রতিবন্ধী নাসিমার উপর টাকার জন্য নির্যাতন চালায়। কিন্তু নাসিমা টাকা এনে দিতে না পারায় গতকাল ওই সময় আল আমিন ধারালো ছুরি দিয়ে নাসিমার হাত ও গলার রগ কেটে ফেলে। এ সময় নিজেকে রক্ষা করতে চেষ্টা করলে আল আমিন তার মাথায়ও ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে নাসিমাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। কিন্তু তার দরিদ্র পিতার অর্থাভাবের কারণে তাকে সিলেট নিয়ে যেতে পারছেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক সাইফুল ইসলাম।


     এই বিভাগের আরো খবর