,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক টি.এল.সি.সির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলছেনে, ‘ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে আগামী ২৭ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান অনুষ্ঠান এবং ২৮ ও ২৯ র্মাচ ০২ (দুই) দিন ব্যাপী ২য় বাররে মতো পৌর করমেলার আয়োজন করা হয়েছে। ঐ অনুষ্ঠানগুলো সুষ্ঠু, সফল ও সার্থকভাবে সম্পন্ন করার জন্য তিান নবীগঞ্জ শহর উন্নয়ন কমিটি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারী-সহ সকল শ্রেণী-পেশার পৌর নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগতিা কামনা করনে। তিনি বলেন সচতেন পৌরবাসী করমেলায় স্বতঃর্স্ফূত ভাবে কর দানে অংশ গ্রহণ করে পৌরসভাকে কাঙ্খতি লক্ষ্যে পৌছতে র্সাবকি সহযোগতিা করবনে বলে আশাবাদ ব্যক্ত করনে। গত বছর পৌর করমেলাকে সফল করার জন্য তিনি সম্মানীত পৌর করদাতাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করনে। তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সির সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নরে উত্তর দেন। তিনি এক প্রশ্নের জবাবে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক প্রথম বাররে মতো “অমর একুশে বইমলো ২০১৭” সফল হেেয়ছ বলে দাবি করেন। আরকে প্রশ্নের জবাবে তিনি বলনে ‘পৌরস্কুল জানুয়ারি/২০১৭ থেকে আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে।’ ডাস্টবিন সর্ম্পকে বলেন পরীক্ষামূলক ভাবে ১০০টি ডাস্টবিন পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে ও প্রতিষ্ঠানে বসানো হয়েছে এবং ব্যাপক সারা পাওয়া গেছে বলে মন্তব্য করনে। তিনি জনগণের চাহিদা ও দাবির প্রেক্ষিতে ডাস্টবিনের সংখ্যা আরও বৃদ্ধি করার আশা ব্যক্ত করেন। ড্রেন সর্ম্পকে এক প্রশ্নের উত্তরে বলেন, এই প্রথম বাররে মতো পৌরসভার সবগুলো ড্রেন একসাথে পরিস্কার করার উদ্যোগ নেয়া হয়েছে, পৌরবাসী বর্ষা মৌসুমে এর সুফল ভোগ করেন। ওসমানী রোড ও শহিদ মিনারের ব্যাপারে বলনে, টেন্ডার হয়ে গেছে, শীঘ্রই কাজ শুরু হবে। তিনি গতকাল ২১ মার্চ ২০১৭ সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার কনফারন্সে রুমে শহর উন্নয়ন কমিটির সভায় সভাপতত্বি করেন। এতে বক্তব্য রাখনে, নবীগঞ্জ পৌরসভার প্যানলে, মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষতি কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ সালাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, ৭নং ওর্য়াড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, হিসাব রক্ষণ র্কমর্কতা শেখ মোঃ জালাল উদ্দিন, সচিব মোঃ আজম হোসেন, উপজলো সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম, হবগিঞ্জ উন্নয়ন সংস্থার কালীকৃষ্ণ দাশ, সাবেক সংরক্ষতি কাউন্সিলর দেবলা দাশ ও যুথিকা দাশ, আশার প্রতিনিধি, মামণির প্রতনিধি নোমান মিয়া, ফুলন সূত্রধর, শাহানা বেগম ডেইজি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সহ. প্রকৌশলী ভবি মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃিথ্বশ চক্রর্বত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমদে চৌধুরী-সহ সকল পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


     এই বিভাগের আরো খবর