,

আদালতে বাদীপক্ষের নারাজি পিটিশন গৃহিত : আউশকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মতিউর রহমান পিয়ারার বিরুদ্ধে গাছ চুরির মামলা ডিবিতে ন্যাস্ত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে দায়েরকৃত মামলটির তদন্তভার ডিবিতে ন্যাস্ত হয়েছে। হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার আহমদ গতকাল বাদী পক্ষের নারাজি পিটিশন গ্রহন করে মামলার তদন্তের জন্য ডিবির ওসি হবিগঞ্জকে নির্দেশ প্রদান করেন। জানা যায়, গত বছরের ২৩ নভেম্বর নবীগঞ্জ এলজিইডি অফিসের সার্ভেয়ার মোঃ দেলোয়ার হোসেন গাছ চুরির অভিযোগ এনে সৈয়দ মতিউর রহমান পিয়ারার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দন্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার ওসি মামলাটির তদন্তের জন্য এস.আই মাজহারুল ইসলামের উপর দায়িত্ব প্রদান করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে বাদী সার্ভেয়ার মোঃ দেলোয়ার হোসেন উল্লেখিত আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। গতকাল উক্ত নারাজির ব্যাপারে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে অংশ নেন এড. মুজিবুর রহমান কাজল, এড. ত্রিলোককান্তি চৌধুরী বিজন, এড. জমশেদ মিয়া, এড. আলমগীর চৌধুরী, এড. সুলতান মাহমুদ। শুনানী শেষে আদালত বাদীর নারাজি পিটিশন গ্রহন করে মামলাটির তদন্তের জন্য ওসি ডিবি হবিগঞ্জকে নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর মৌজার ১নং খতিয়ানের এলজিইডির সরকারী পাকা সড়কে লাগানো রেইনট্রি ও কদম জাতীয় গাছ কেটে তার মালিকানাধীন আলহেরা ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করেছেন অভিযোগ এনে এলাকাবাসী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পিটিশন দাখিল করেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য ইনাতগঞ্জ ইউনিয়নের সহকারী ভূমি অফিসারকে দায়িত্ব প্রদান করেন। তিনি তদন্ত করে গাছ কাটার সত্যতা খুঁজে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে এলজিইডি অফিসের সার্ভেয়ার দেলোয়ার হোসেন তদন্ত করে দেখতে পান আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক হতে ভায়া পিটুয়ায় এলজিইডির রাস্তায় লাগানো গাছ বিবাদী সৈয়দ মতিউর রহমান পিয়ারা কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কর্তন করে নিয়ে যান। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এমতাবস্থায় এলজিইডির রাস্তা হতে কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত বানিজ্যিকভাবে গাছ কর্তন করায় বিবাদীর বিরুদ্ধে সরকারী দন্ডবিধি ৩৭৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে তিনি নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার ওসি মামলাটি তদন্তের জন্য এস.আই মাজহারুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। তিনি তদন্তপূর্বক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে গতকাল বাদীপক্ষের নারাজি পিটিশন গ্রহন করে আদালত মামলাটির তদন্তভার ডিবির ওসি হবিগঞ্জের উপর ন্যাস্ত করেন।


     এই বিভাগের আরো খবর