,

নবীগঞ্জে জেলা প্রশাসক সাবিনা আলম- শিক্ষা বিস্তার ও নারীর ক্ষমতায়নে সরকার প্রতিশ্র“তিবদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, শিক্ষা বিস্তার ও নারীর ক্ষমতায়নে সরকার প্রতিশ্র“তিবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও বাল্য বিয়ে পরিহার এবং জঙ্গীবাদ দমনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাল্য বিয়ে ও ইভটিজিং বিরোধী জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। নারীকে তার কর্মে আত্বাবিশ্বাসী করতে সকলকে এগিয়ে আসতে হবে। সর্বক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করলেই দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমানকে এক শ্রেণির মানুষ অপব্যাখ্যা দিয়ে শাস্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। ধর্মীয় কর্মকান্ডে মহানুভুবতা রয়েছে। এনিয়ে ষড়যন্ত্ররোধে সকলকে এগিয়ে আসতে হবে। উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় অবশ্যই সচেষ্ট হতে হবে। জঙ্গীবাদকে শক্তভাবে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এখন বিশ্বের মডেল। গতকাল দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ আয়োজিত মানসম্মত শিক্ষা, জঙ্গীবাদ দমন, মাদক বিরোধী সমাজ গঠন, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক ও বাল্য বিয়ে নিরোধের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা সভাপতিত্ব ও সাংবাদিক এম এ বাছিতের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। অন্যান্যার মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর ইত্তেফাকিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আফজল হোসেন, কাজী মাওলানা মাহবুব আহমদ, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক উজ্জল সরদার, সংরক্ষিত সদস্য রাজিয়া বেগম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, প্যানেল চেয়ারম্যান মোঃ ফারছু মিয়া ও পরিষদের সদস্যবৃন্দ। পরিষদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহ সামছুল ইসলাম সুজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শেখ আব্দুল মুকিত। গীতা পাঠ করেন ডাঃ অমলেন্দু সূত্রধর।


     এই বিভাগের আরো খবর