,

পাখির দাঁত নেই

সময় ডেস্ক ॥ প্রাচীন পাখি আর্কিওপটেরিক্সের দাঁত ছিল। এমনটা জানা যায? জীবাশ্ম দেখে। অথচ আমাদের পৃথিবীতে যেসব পাখি রয়েছে সেগুলোর দাঁত নেই। নতুন এক গবেষণা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রায় ১১৬ মিলিয়ন বছর আগে পাখিরা দাঁততহীন হযয়ে যায়।১৮৬১ সালে আর্কিওপটেরিক্সের জীবাশ্ম আবিষ্কৃত হবার পর দেখা যায় তার দাঁত ছিলো। কিন্তু এই দাঁত একটা সময়ে হারিয়ে যায়। এখন আমরা যত পাখি দেখি, ধারণা করা হয় তাদের পূর্বপুরুষ ছিলো একই। সেই পূর্বপুরুষ তার দাঁত তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে।৪৮ প্রজাতির পাখির জিন নিয়ে গবেষণাটি করা হয়। মূলত দাঁত তৈরি করার ছয়টি জিনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। দেখা যায়, এই সব পাখিতে একই ধরনের মিউটেশন ঘটে, যার কারণে দাঁতের এনামেল এবং ডেন্টিন তৈরির জিন অকার্যকর হয়ে যায়। এই মিউটেশনের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, আজ থেকে প্রায় ১১৬ বছর আগে পাখিদের সেই পূর্বপুরুষ তার দাঁতের এনামেল ক্যাপ হারিয়ে ফেলে, আর সেই সময়েই পাখির শক্ত ঠোঁট দেখা দেয়। ঠোঁট দিয়েই পাখি দাঁতের কাজ করে।


     এই বিভাগের আরো খবর