,

হবিগঞ্জে গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ অপারেশন সার্চ লাইটের নামে পাকিবাহিনী কর্তৃক নৃশংস হত্যাকান্ডের কালরাত্রি ২৫ মার্চকে স্মরন করে শনিবার হবিগঞ্জে পালিত হলো প্রথমবারের মতো ‘গণহত্যা দিবস’। সরকার ঘোষিত কর্মসূচীর আওতায় জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এবং জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় এ দিন সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কালেক্টরেট ভবন সংলগ্ন প্রধান সড়কস্থ দুর্জয় স্মৃতি সৌধে হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক সাবিনা আলমের নের্তৃত্বে শিশু থেকে শুরু করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশার শত শত মানুষ হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে সেই ২৫ মার্চ রাতে নিহত শহীদদের স্মরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এড. মোহাম্মদ আলী পাঠানের নের্তৃত্বে ৭১’এর বীর মুক্তিযোদ্ধারা, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এসময় এমপি আবু জাহির ও জেলা প্রশাসক সাবিনা আলম জনগনের প্রতি আহবান জানিয়ে বলেন, এই দেশে কোন রাজাকার-আলবদর-আলশামস থাকাতো দুরের কথা তাদের নব্য পেতাত্মারাও থাকতে পারবে না। তারা ওই ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানিয়ে ৭১’এর চেতনায় এই স্বাধীন বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিতে তরুন প্রজন্মের প্রতি আহবান জানান। সেই সাথে জঙ্গী তৎপরতা সর্ম্পকে সজাগ দৃষ্টি রাখার জন্যও আইনপ্রয়োগকারী সংস্থাকে সর্তক থাকার অনুরোধ জানান।


     এই বিভাগের আরো খবর