,

নবীগঞ্জে মুনিম চৌধুরী বাবু এমপিকে গণ-সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রুদ্রপুর গ্রামবাসীর পক্ষ থেকে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় (৩য় পৃষ্ঠায় দেখুন) পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু’কে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেলে মুকিমপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাহবুবুর রহমান মহি উদ্দিনের সভাপতিত্বে ও মাওঃ আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন খান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এম.ইউসুফ আহমেদ চৌধুরী, আউশকান্দি ইউপি জাতীয় পার্টির সভাপতি ডাঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল কদ্দুছ, যুগ্ম সম্পাদক মোঃ রজব আলী, উপজেলা যুব সংহতির সভাপতি সরোয়ার শিকদার, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন চৌধুরী, স্বপন চৌধুরী, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ, বিশিষ্ঠ মুরুব্বী আব্দুল হান্নান, এসআই আহম্মদ হোসেন, ফখর উদ্দিন, আরফান মিয়া, নবীগঞ্জ উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি খলকু আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ প্রমুখ। সভায় প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবু’কে ফুল দিয়ে বরন করে নেন রুদ্রপুর গ্রামবাসী এবং উনার হাতে মানপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অপরদিকে আউশকান্দি ইউনিয়নের চরগাঁও গ্রামবাসীর পক্ষ থেকে মুনিম চৌধুরী বাবু এমপি’কে ফুল দিয়ে বরণ ও মানপত্র তুলে দেন মঞ্জু দাশ ও রিপন সূত্রধর (পাপ্পু)। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল হাই, ইউপি মেম্বার নজরুল ইসলাম ও সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আশিক মিয়া, অসিত সূত্রধর, আউশকান্দি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ শওকত আলী, উত্তম সুত্রধর, যুথীস সুত্রধর, প্রভাত সুত্রধর, নিতিশ দাশ, গবিন্দ পাল, রিংকু দাশ, মোস্তফা মিয়া, আব্দুল আমিন, আকলুছ মিয়া, রহিম মিয়া, নুরু মিয়া প্রমুখ। পরে উপজেলার মিছকিনপুর গ্রামে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি দরগাহ শরীফ পরিদর্শন শেষে আব্দুল আজিজ মেম্বারের বাড়ীতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাপা নেতা আকলিছ মিয়া, আব্দুল করিম, জাতীয় ছাত্র সমাজ নেতা জলিল মিয়া প্রমুখ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা ইলিয়াছ মিয়া, মোঃ আব্দুল হাই, নানু মিয়া, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু চরগাঁও গ্রামবাসীর রাস্তা মাটি ভরাটের জন্য দেড় লক্ষ টাকা, মিছকিনপুর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা ও রুদ্রপুর জামে মসজিদের উন্নয়নে ৩০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা সহ সুনামপুর প্রাইমারী স্কুলের উন্নয়ন এবং রুদ্রপুর গ্রামের রাস্তা সহ মুকিমপুর গ্রামের বিদ্যুৎ সংযোগসহ পর্যায়ক্রমে অত্র এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর