,

নবীগঞ্জের দরবেশপুর গ্রামে এমপি কেয়া চৌধুরী- জঙ্গিবাদ ও সন্ত্রাস ইসলাম কখনোই সমর্থন করেনা

স্টাফ রিপোর্টার ॥ ইসলাম শান্তির ধর্ম, জঙ্গিবাদ ও সন্ত্রাস ইসলাম কখনোই সমর্থন করেনা। তাই জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। জঙ্গিরা দেশও জাতির শত্র“। নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া চৌধুরীউপরোক্ত কথাগুলো বলেন। সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় দীঘলবাক ইউপি চেয়ারম্যান, আবু সাইদ এওলা মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাবু অনুপ কুমার দেব (মনা), দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, দেবপাড়া ইউপি আওয়ামীলীগ নেতা, লোকমান খান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, হাজী আব্দুর রউফ, যুবলীগ নেতা আব্দুল হামিদ নিকসন, সাংবাদিক শাহ্ সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবীগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, হাজী আব্দুল খালিক, ইউপি সদস্য ও যুবলীগ নেতা ফখরুল ইসলাম জুয়েল, ৫নং ইউপি ৮নং ওয়ার্ডে সদস্য ও যুবলীগ নেতা খালেদ আহমেদ জজ, দরবেশপুর দরগাবাড়ীর খাদেম ও ওলীকুল স্কুলের সভাপতি মোঃ দুদু মিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা গোলজার মিয়া, শ্রমিকলীগ নেতা আবির মিয়া, আনন্দ সংগীত একাডেমীর সভাপতি কন্ঠ শিল্পী খালেদ আহমদ, সাধারণ সম্পাদক বাবু মন্টি ঠাকুর, যুবলীগ নেতা জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পানেশ কর, ছানাকর, ক্ষিপেশ কর, কৃষ্ণ কর, ইরেশ কর, অর্জুন কর প্রমূখ। সভায় প্রধান অতিথি এডঃ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এমপি সংখ্যালগুদের শ্নাসানঘাট, ভৈরব তলি ও গ্রামের একটি মসজিদের সংস্কার কাজ সহ ২ লক্ষ ২৭ হাজার টাকা সর্বমোট বরাদ্দ ঘোষনা করে গ্রামের ৪১টি ঘরকে ও দরগাবাড়ী মাজার পর্যন্ত সম্পূর্ণ সরকারী খরচে বিদ্যুতায়ন করারও প্রতিশ্র“তি দেন। তিনি আরো বলেন, নির্বাচনী এলাকার এমপিরা বৎসরে যদি পান ১৪কোটি আমি পাই মাত্র ৯৩ লাখ টাকা বরাদ্দ। তাই সব দাবীতো আমাকে দিয়ে এখন পূরণ করা সম্ভব নয়। যেহেতু নির্বাচনী এলাকার এমপি আছেন,উনি যে পরিমাণ বরাদ্দ পান, আমি সেই পরিমাণ পাইনা। আপনাদের সব দাবী পূরণের লক্ষ্যে আমি আপনাদের কাদে কাদ মিলিয়ে দেশ মাটি ও মানুষের জন্য কাজ করে যেতে চাই। আজ সোমবার বিকেল ৩টায় দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের সংখ্যালগু সম্প্রদায়ের উদ্যোগে ও দরবেশপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। ইসলাম শান্তির ধর্ম জঙ্গিবাদ সন্ত্রাস ইসলাম কখনোই সমর্থন করেনা। তাই জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই! জঙ্গিবাদরা দেশও জাতির শক্র।


     এই বিভাগের আরো খবর