,

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ লালসবুজ পতাকা উড়িয়ে শেখ হাসিনা সরকারের উপহার জেলার বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি কেয়া চৌধুরী। এরপূর্বে এমপি কেয়া চৌধুরী এ ভবন নির্মাণের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ নিয়ে আসেন। তাই গত মঙ্গলবার বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে তিনি এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় এমপি কেয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা, তাদের সস্তানসহ অতিথিদের হাতে জাতীয় পতাকা ছিল। এ পতাকা উড়িয়ে সবাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দেন। এ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো শহর। পরে উপজেলার প্রাণকেন্দ্রে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সন্তান কমান্ডের শামীম আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরীর সন্তান। তিনি আপনাদের সুখ দুঃখে পাশে ছিলেন। তাকে আপনারা ভালবাসতেন। আমি আপনাদের ভালবাসা চাই। তাই বার বার আসছি। সাথে জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে উন্নয়ন রয়েছে। আপনাদের কাছে এভাবে বার বার উন্নয়ন নিয়ে আসতে চাই। তিনি বলেন, আমি বঙ্গবন্ধু’র আদর্শের সৈনিক। জননেত্রীর নেতৃত্বে আমি উন্নয়নমূলক কাজ করছি। তাই আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। তিনি বলেন, আজ এ বিশাল সভায় উপস্থিতি প্রমাণ করে, তৃণমূল জনগণ চায় উন্নয়ন। আর আমি উন্নয়ন করছি। তিনি বলেন, জনেত্রী শেখ হাসিনা কর্তৃক এমপি নির্বাচিত হয়ে উন্নয়নের তিন বছর অতিক্রম করছি। বাকী সময়েও বাহুবল-নবীগঞ্জসহ দায়িত্বপ্রাপ্ত এলাকায় ব্যাপকভাবে উন্নয়ন করে যাব। এ উন্নয়নের পথ চলায় চাই দোয়া, ভালবাসা আর সহযোগীতা। তিনি বলেন, বিশেষ করে বাহুবলের মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবী ছিল কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ নিয়েছি। আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এছাড়াও এ নির্মিতব্য ভবনের সামনে বাহুবলের মুক্তিযোদ্ধার নামে তালিকার স্থম্ভ নির্মাণে ইতিপূর্বে বরাদ্দ দিয়েছি। দিয়েছি নলকূপসহ উন্নয়নমূলক বরাদ্দ। এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, থানার ওসি মোঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইছাক মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আসকার আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, লামাতাসী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর