,

মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় আদালতে মামলা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে লাইব্রেরী ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত ২৮ মার্চ ব্যবসায়ীর ভাতিজা জামাল মিয়া বাদি হয়ে অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীরের আদালতে মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লে খ করে অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামী করা হয়। গতকাল বুধবার আদালত মামলাটি আমলে নিয়ে এফআইর গণ্যে রুজুর জন্য মাধবপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় আসামীরা হল উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত অজির দেবের পুত্র বলু দেব, ইয়াসিন মিয়ার পুত্র ফরিদ মিয়া, মৃত আপ্তাব উদ্দিনের পুত্র বসু মিয়া, রসি মিয়ার পুত্র ময়না মিয়া, মৃত কালা মুন্সীর পুত্র ওয়াব মিয়া, মৃত আলীম উদ্দিনের পুত্র উন্দা মিয়া, মৃত ধনু মিয়ার পুত্র ইছব মিয়া, মৃত ফরিদ মিয়ার পুত্র জুনাইদ মিয়াসহ অজ্ঞাত ১০ থেকে ১১ জন। মামলার বিবরণে জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মনতলা বাজারের আল হেরা লাইব্রেরীর মালিক আতিকুর রহমান চৌধুরী (৫০) উল্লেখিত আসামীদের কাছ থেকে তার ব্যবসার জন্য সুদে টাকা ঋণ নেন। বিভিন্ন সময় তিনি সুদ পরিশোধও করেন। সম্প্রতি সুদের টাকা বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। চলতি মাসেও তিনি সুদ পরিশোধ করতে পারেননি। ঘটনার দিন উল্লেখিত আসামীরা একত্রিত হয়ে ব্যবসায়ী আতিকুর রহমানের বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায়, গালিগালাজ নানাভাবে অপমানিত করে। তাদের অপমানের কারণে মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েন আতিকুর রহমান। এক পর্যায়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচাজ কামরুল হাসান লাশ উদ্ধার করে ময়না তদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়।


     এই বিভাগের আরো খবর