,

নবীগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভা : এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র সংবাদ বর্জনের হুশিয়ারী

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেস ক্লাবের বিবাদমান তিনটি গ্র“পের বিরোধ নিস্পত্তির লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনের পর এক গ্র“পের সভাপতিকে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় ২ মাসের জন্য সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুরাদ আহমদের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্টিত হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান লিমনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, অর্থ সম্পাদক আলী হাছান লিটন, কার্যনির্বাহী কমিটির সদস্য মাষ্টার ছাদিকুর রহমান, মোজাহিদ আলম, রিপন দেব, জসিম তালুকদার, ইমাদুর রহমান, মহিনুর রহমান ওহি প্রমুখ। সভায় সম্পূর্ন অনৈতিকভাবে আজাদকে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় ২ মাসের জন্য সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় আরো বলা হয় কোন সংগঠনের নির্বাচন কমিশন গঠন করার পর কাউকে সদস্য অর্ন্তভুক্ত করা কতটুকু যুক্তিসংগত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা ভেবে দেখার আহবান জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, যদি অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করা না হয় তা হলে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনসহ কঠোর কর্মসূচী গ্রহনের হুসিয়ারী দেয়া হয়। উল্লেখ্য, গত ১৮ মার্চ জেলা প্রেসক্লাবের সভাপতি ও হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিককে আহবায়ক করে হবিগঞ্জ-১ আসনের এমপি মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার ও চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন করা হয়।


     এই বিভাগের আরো খবর