,

নবীগঞ্জ প্রেস ক্লাবের জরুরী সভায় সিদ্বান্ত : এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেস ক্লাবের বিবাদমান তিন গ্র“পের বিরোধ নিস্পত্তির লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করার পর এক গ্র“পের সভাপতিকে নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় ২ মাসের জন্য সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করায় সাংবাদিকদের মাঝে তীব্র উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার এক জরুরী সাধারণ সভায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি সুবিনয় রায় বাপ্পি, যুগ্ম সম্পাদক বুলবুল আহমদ, অর্থ সম্পাদক আব্দুর রকিব হক্কানী, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম আজাদ, এস আর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, কালীপদ ভট্রাচার্য্য, মোঃ আবু তালেব, শাহ মিজানুর রহমান, কিবরিয়া চৌধুরী, মোঃ মহিবুর রহমান, এডভোকেট ফরিদ শিকদার, মোঃ অলিউর রহমান, নুরুজ্জামান ফারুকী, রুমেল আহমেদ, সানিউর রহমান তালুকদার, শাহ তজম্মুল আলী নীলু, মোহাম্মদ নাবিদ মিয়া, মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রমুখ। সভায় সম্পূর্ন অনৈতিকভাবে আজাদকে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় ২ মাসের জন্য সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। কোন সংগঠনের নির্বাচন কমিশন গঠন করার পর কাউকে উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য অর্ন্তভুক্ত করা কতটুকু যুক্তিসংগত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা ভেবে দেখার আহবান জানিয়ে সাংবাদিক নের্তৃবৃন্দ আশা প্রকাশ করেন অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করা হবে। সভায় আজাদের উপজেলা আইন শৃংখলা কমিঠির সদস্য পদ বাতিল না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনেরও সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য, নবীগঞ্জ প্রেসক্লাবের ৩টি কমিঠি গঠিত হলে জানুয়ারী ও ফেব্র“য়ারী মাসে কাউকে উপজেলা আইন শৃংখলা কমিঠিতে সদস্য করা হয়নি। বিরোধ মীমাংসার জন্য গত ১৮ মার্চ হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিককে আহবায়ক করে হবিগঞ্জ-১ আসনের এমপি মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার ও চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন করা হয়।


     এই বিভাগের আরো খবর