,

হবিগঞ্জে দুর্নীতি বিরোধী মানববন্ধন : দুর্নীতিবাজদের খুঁজে বের করার অঙ্গীকার

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ শুধু দুর্নীতি প্রতিরোধ নয়, দুর্নীতিবাজদেরকেও খুঁজে বের করতে হবে-এমন অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরে পালিত হয়েছে বিশাল মানববন্ধন ও আলোচনা সভা। শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ প্রধান সড়ক সংলগ্ন দুর্জয় স্মৃতি সৌধের সম্মুখে সকাল সাড়ে ১০ টায় দুর্নীতি বিরোধী এক বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী আব্দুজ জাহের ও সদস্য সিনিয়র সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচীতে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব মোঃ সফিউল আলম সহ দুদক কর্মকর্তাগণ। শেষে জেলা প্রশাসক কার্যালয় সভা কক্ষে সরকারী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভা। আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের সঞ্চালনায় এবং সংশ্লিষ্ট প্রতিরোধ কমিটির সেক্রেটারী আব্দুজ জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, ডিসি সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, ডিডি এলজিএসপি মোঃ সফিউল আলম। বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন আহমেদ, জেলা আঞ্চলিক পার্সপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন জামান, বিআরটিএ’র সহকারী পরিচালক হামিদুল ইসলাম, জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মতিউর রহমান, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার আলী, এড. সামছুল হক প্রমুখ। সভায় দুর্নীতি প্রতিরোধে সরকারী-বেসরকারী অফিস আদালত সহ বিভিন্ন সেক্টরের স্ব স্ব প্রধানকে মুখ্য ভূমিকা পালনের আহবান জানিয়ে বলা হয়, তাহলেই নিম্নস্তরের কর্মকর্তা-কর্মচারী বা অন্য কেউ কখনও দুর্নীতি করার সাহস পাবে না।


     এই বিভাগের আরো খবর