,

চুনারুঘাটে গাছ চুরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চুনারুঘাট প্রতিনিধি \
চুনারুঘাটে লালচান চা-বাগান থেকে গেইটের প্রবেশদ্বার থেকে বিশাল আকৃতির কয়েকটি গাছ সংঘবদ্ধ একদল বনদুস্য কেটে নেয়ার সময় পল­ী বিদ্যুৎ ৩৩ কেবি গাছ পড়ে গেলে ২টি উপজেলা অন্ধাকারে নিমজ্জিত হয়। দীর্ঘ ১০ঘন্টা চেষ্টার পর বরিবার ভোর ৬টায় চুনারুঘাট-বাহুবল উপজেলায় পূনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপিত হয়। গত শনিবার রাত ৯টা থেকে ভোর ৫টা নাগাদ একটানা ৮ ঘন্টা ২৩ জন লোক কাজ করে বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়। এতে চুনারুঘাট পল­ী বিদ্যুৎ এর ক্ষতি হয়েছে প্রায় ৩৫ হাজার টাকার মত। চুনারুঘাট পল­ী বিদ্যুৎ অফিস সূত্রে জানাযায়, শনিবার রাত সাড়ে ৯টায় দিকে লালচান চাবাগানের ম্যানাজার চুনারুঘাট পল­ী বিদ্যুৎ জোনাল অফিসের জানান যে ৩৩ কেবি মেইন লাইনে গাছ পড়ে তার ছিড়ে গেছে। পরে চুনারুঘাট পল­ী বিদ্যুৎ অফিসে এজিএমসহ লাইনম্যান ঘটনাস্থলে যান। সেখানে দেখা যায় একদল সংবদ্ধ চোরের বাগানের গাছ কেটে নেয়ার সময় গাছ তারে পরে ৩৩ কেবি লাইনে পড়ে তার ছিড়ে ফেলে। ফলে চুনারুঘাট-বাহুবলবাসী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ব্যাপারে চুনারুঘাট পল­ী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কাজী শওকাতুল আলম জানান-শাহজীবাজার থেকে চুনারুঘাট পর্যন্ত ২৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ রয়েছে। সেখান থেকে হয়ে লালচান ও দেউন্দি চা-বাগান হয়ে চুনারুঘাটে দেওরগাছের এলকায় সাব সেন্টারে সংযোগ হয়েছে। ওই সাব সেন্টার থেকে বাহুবল উপজেলায়ও সংযোগ দেয়া হয়েছে। তিনি আরও জানান, আমাদের ৩৩ কেবি লাইনে উপরে গাছ পড়ে তিনটি কোটির ড্রপআর্ম ভেঙ্গে গেছে এবং ১৩টি ইনসুলেটর ভাঙ্গছে। লাইন মেরামতের জন্য ৩ জন ইঞ্জিনিয়ার এবং বিশজন পল­ী বিদ্যুতের লাইনম্যান কাজ করে পুনরায় লাইন চালু করে। উলে­খ্য, উপজেলার লালচান বাগান চা-বাগান থেকে গাছ চুরি করে নেওয়ার সময় বিদ্যুতের তারে গাছ পড়ে চুনারুঘাট-বাহুবল উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে । ওই দিন রাত সাড়ে ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত দুই উপজেলা বিদ্যুৎ বিছিন্ন ছিল। শনিবার রাত ১০টায় লালচান বাগানে এ ঘটনাটি ঘটে। এ দিকে উপজেলার বিভিন্ন চা-বাগান ও সংরক্ষিত বনাঞ্চাল থেকে প্রতি রাতই গাছ চোরেরা গাছ কেটে নিয়ে যাচ্ছে। এক দিকে উজার হচ্ছে বনাঞ্চাল। অন্যদিকে হুমকির মুখে পড়ছে পরিবেশ। এভাবে চোরেরা গাছ কাটতে থাকলে এক সময় চুনারুঘাট বিরাণ ভূমিতে পরিনত হবে। প্রশাসনের কাছে চুনারুঘাটবাসী দাবী অচিরেই গাছ চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।


     এই বিভাগের আরো খবর