,

হবিগঞ্জে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার : বর্তমান সরকারের প্রধান দুটি চ্যালেঞ্জ মাদক এবং জঙ্গিবাদ নির্মূল করা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম বলেছেন, বাংলাদেশ সরকারের প্রধান দুটি চ্যালেঞ্জ মাদক এবং জঙ্গিবাদ নির্মূল করা। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে হবিগঞ্জ জেলাকে জঙ্গিবাদ মুক্ত করতে হবে। মাদক ও সমাজ বিরোধী কার্যক্রম জাতীকে ধ্বংস করে। কাজেই সমাজ উন্নয়নে সচেতন ভুমিকা অপরিসীম। প্রশাসনের পক্ষে চাইলেই কিছু করা সম্ভব না, জেলাকে জঙ্গিবাদ মুক্ত করতে হলে প্রধান শক্তি জনগনকে সাথে রাখতে। তিনি আরও বলেন, জনগন সম্মান চায়, সম্মান যদি থাকে সমাজ পরিবর্তনে কাজ করতে মনে আগ্রহ জাগে। একহাত দিয়ে বিজয় ও সফলতা অর্জন করা সম্ভব নয়, উন্নত দেশ গড়তে হলে উন্নত মননশীল মানুষ হতে হবে। ফসল উৎপাদন হচ্ছে, সাথে যদি বিষ উৎপাদন হয় তাহলে সেটা উন্নয়ন নয়। সকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌছাতে হবে। তিনি গতকাল সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদ, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, এডিশনাল পিপি ছালেহ উদ্দিন আহমেদ, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ নাজমুল হোসাইন, ইসলামী ফাউন্ডেশন-এর উপপরিচালক মহসিন খান, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক, জেলা কাজী সমিতির সভাপতি আব্দুল জলিল, নুরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন আহমেদ, লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো প্রমূখ। সভা শেষে সদর উপজেলা পরিষদের উদ্যোগে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুমকে সংবর্ধনা প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর