,

মাধবপুর থেকে অপহৃত কারিগর কুমিল­ায় উদ্ধার

মাধবপুর প্রতিিিনধ \ মাধবপুর থেকে অপহৃত কারিগর মনিরুল হককে কুমিল­া থেকে উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে কুমিল­া জেলার দেবীদ্বার থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শফিউল ইসলাম বাবু (৩২) নামক অপহরণকারীকেও আটক করা হয়। জানা যায়, মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ও এসআই দয়াল হরি ভৌমিক মোবাইল ফোনের কললিস্ট সূত্র ধরে কুমিল­া জেলার দেবীদ্বার উপজেলার আসাদনগর গ্রামে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কবিরপুর গ্রামের মোঃ ইউনুছ মিয়ার ছেলে শফিউল ইসলাম বাবুকে আটক করেন। থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, পৌর শহরের গুমুটিয়া গ্রামের নুরুল হকের ছেলে মাধবপুর বাজারের একটি স্টিলের দোকানের কারিগর মনিরুল হককে ২৮ মার্চ অপহরনকরী চক্রের সদস্যরা কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কুমিল­ায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার ৩ দিন পর কুমিল­ার মাদাইয়া এলাকা থেকে মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় মনিরুল হকের ভাই ওবায়দুল হক বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। অপহরণের সঙ্গে যুক্ত ঘটনার মূল হোতা শফিউল ইসলাম বাবুকে আটক করা হয়। মাধবপুর থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিউল ইসলাম বাবু ঘটনার দায় স্বীকার করেছে।


     এই বিভাগের আরো খবর