,

হবিগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

স্টাফ রিপোর্টার \
“এসো হে বৈশাখ, এসো এসো” এ শ্লোগানকে সামনে রেখে বাঙালিদের সবচেয়ে বড় অসা¤প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে হবিগঞ্জে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন গত শুক্রবার সকালে জেলা শহরে এ মঙ্গল শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-সিলেট জেলা মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে উঠেছে জেলা শহর হবিগঞ্জ। বাঙালিয়ানা আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বর্ষবরণ করছে। বর্ষবরণ উৎসবকে ঘিরে নতুন সাজে সাজানো হয়েছে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে, বর্ণমালা খেলাঘর আসর আয়োজন করে বর্ষবরণ উৎসবের। বৈশাখে হবিগঞ্জ জেলা জুড়ে মূল উৎসব থাকলেও বৃন্দাবন কলেজ, গ্রিনল্যান্ড পার্ক, সাতছড়িসহ শহরতলীর অর্ধশতাধিক স্থানে বর্ষবরণ উৎসবসহ মেলা অনুষ্ঠিত হয়। এসব স্থানে শান্তিপূর্ণভাবে বর্ষবরণ উৎসব পালনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলো পুলিশ।


     এই বিভাগের আরো খবর