,

বানিয়াচংয়ে উদীচীর প্রতিবাদী পহেলা বৈশাখ উদযাপন

বানিয়াচং প্রতিনিধি \ বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চক্রান্ত রুখে দাঁড়ান, হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষনা কর, ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসনসহ সকল কৃষি ঋন মওকুফ কর, দেশের সকল নদ-নদী ও খাল পুনঃখনন কর, সুন্দরবন বিনাশী রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিল কর ইত্যাদি শ্লোগানকে ধারণ করে প্রতিবাদী পহেলা বৈশাখ উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখা। শুভ হউক ১৪২৪ বঙ্গাব্দ শীর্ষক ব্যানারে এসব শ্লোগান ধারণ করে গত শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে সংগঠনের নেতা-কর্মীরা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন সিপিবি বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, বাসদ নেতা কমরেড তৌহিদুর রহমান পলাশ, উদীচী’র সহ-সভাপতি জিতু মিয়া, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক কাউসার মিয়া, দপ্তর সম্পাদক সনজু দাশ, ছাত্র ইউনিয়ন নেতা অর্জুন গোপ, অপু গোপ, দুর্জয় দাশ স্মরণ, মিঠু দাশ, সিয়াম হোসেন, মতিউর রহমান, আনছার আলী স্বপন, ইকবাল হোসেন প্রমূখ।


     এই বিভাগের আরো খবর