,

হাওর এলাকা পরিদর্শনে ইউএনও তাজিনা সারোয়ার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার চরগাঁও, হলিমপুর, শৌলাঘর, মকার হাওরসহ বেশ কয়েকটি হাওড়ে গত কয়েক দিনের টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি প্রবেশের ফলে ফসলের ব্যাপক ক্ষতিসহ বিভিন্ন বাঁেধর অবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে আমড়াখাইড় বাঁেধের অবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার একাধিকবার এলাকা পরিদর্শন করেছেন। শত শত লোকজন বাঁধটি রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চরগাঁও, হলিমপুর, শৌলাঘর, মকার হাওরসহ বেশ কয়েকটি হাওড়ের অবস্থা দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার একাধিকবার হাওড় পরিদর্শনে যান। গতকাল রবিবারও তিনি বিভিন্ন হাওড় পরিদর্শনে যান। এসময় তাঁর সাথে ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। আমড়াখাইড় বাঁধটি ভেঙ্গে গেলে ওই এলাকা বন্যাকবলিত হবার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী উপজেলার লোকজন ওই বাঁধটি ভেঙ্গে দেয়ার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া যায়। যে কারণে এলাকার লোকজন বাঁধ রক্ষায় পাহাড়া দিচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বাঁধ মেরামতের জন্য বরাদ্দ দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর