,

হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের সেই ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। যে দিনটিতে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় (পরবর্তীতে মুজিবনগর নামকরন) বহিঃবিশ্ব থেকে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে গঠন করা হয়েছিল অস্থায়ী সরকার। ফলে এই স্মৃতি বিজরিত দিনটিকে অবিস্মরনীয় রাখতে সারাদেশের ন্যায় গতকাল সোমবার হবিগঞ্জেও পালন করা হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৭। এ উপলক্ষে ওইদিন দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, এনডিসি হাসান মারুফ, প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, দৈনিক দেশ জমিন সম্পাদক আলমগীর খান, মুক্তিযোদ্ধা হায়দার আলী, কবি তাহমিনা বেগম গিনি ও জেলা শিশু একাডেমীর অফিসারসহ প্রমুখ। সভায় বক্তারা, ৭১’ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ও তার আগে বাংলাদেশ নামক রাস্ট্র প্রতিষ্টার নেপথ্যে ওই মুজিবনগর দিবসের পটভূমি বিশ্লেষন করে বলেন, মুজিবনগরে ঐতিহাসিক অস্থায়ী সরকারের গঠন ও তার উদ্দেশ্য কি ছিল তা বর্তমান তরুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। এজন্য জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে কমিটি গঠন করে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তা তুলে ধরতে হবে। তাহলেই প্রকৃত ইতিহাস জানতে পারবে এই তরুন প্রজন্ম। শুধু তাই নয়, এই দিনটিকে সামনে রেখে দেশ থেকে জঙ্গী-সন্ত্রাস-মৌলবাদসহ নানা অনৈতিক কর্মকান্ড প্রতিরোধে সকলকে শপথ নেয়ারও আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর