,

জাতীয়করণের জন্য চূড়ান্ত হল হবিগঞ্জের ৫ কলেজ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয়করণের জন্য হবিগঞ্জ জেলার ৫ কলেজের নাম চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে এসব কলেজের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির দানপত্র দলিল সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই নির্দেশনা বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), বিভিন্ন জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছে বৃহস্পতিবার পাঠানো হয়েছে। হবিগঞ্জ জেলার ৫টি কলেজ হল আজমিরীগঞ্জ কলেজ, শাহজালাল কলেজ, মজনাব আলী ডিগ্রী কলেজ, নবীগঞ্জ কলেজ ও আলিফ সোবহান চৌধুরী কলেজ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওইসব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বর্তমানে কলেজের নামে আছে। কোনো প্রতিষ্ঠান সরকারি হতে হলে তার সম্পদ সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের নামে থাকে। এক্ষেত্রেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নামে সম্পদের দানপত্র দলিল হস্তান্তর করতে হবে। এ প্রসঙ্গে মাউশি পরিচালক অধ্যাপক শামসুল হুদা বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি আমরা বৃহস্পতিবার বকালে পেয়েছি। গতকাল রোববার তা সংশ্লিষ্ট কলেজগুলোকে পাঠানো হয়েছে।’ বর্তমানে দেশে সরকারি স্কুল ও কলেজ আছে যথাক্রমে ৩৩০ ও ৩৩৫। শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৫সালের একটি প্রতিবেদন অনুযায়ী, সরকারি স্কুল ও কলেজ নেই দেশে এমন উপজেলা যথাক্রমে ৩২১ এবং ৪৪৬টি। ওই প্রতিবেদন অনুযায়ী, কয়েক দফায় ২৯৬টি কলেজ ও ১২৩টি হাইস্কুল সরকারি করার ব্যাপারে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দেন। অবশ্য এরমধ্যে ৫টি কলেজ এবং ৭টি হাইস্কুলের ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে স্থগিত করা হয়। সে হিসেবে ২৯১টি কলেজ ও ১১৬টি হাইস্কুলের পরিদর্শনের নির্দেশনা পায় মাউশি। এর মধ্যে ২৭৬টি কলেজ ও ৪৮টি হাইস্কুলের ব্যয় নির্বাহের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় প্রতি অর্থবছর সর্বোচ্চ ১০০ শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্তভাবে সরকারি করার ব্যাপারে সম্মতি দিয়েছে। এ কারণে নতুন করে প্রতিষ্ঠান জাতীয়করণ প্রক্রিয়া ঝুলে গেছে। তবে এ অবস্থার মধ্যেও শিক্ষা মন্ত্রণালয় জাতীয়করণের কাজ এগিয়ে নিতে চাচ্ছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর