,

হবিগঞ্জের সুলতানশী গ্রামে গণপিটুনীতে ডাকাতের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সদর উপজেলার পূর্ব সুলতানশী গ্রামে ডাকাতি করতে গিয়ে জনতার গণপিটুনীতে জুয়েল মিয়া নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোররাতে উপজেলার বগবাড়ি গ্রামের জবেদ আলীর বাড়ীতে এ ডাকাতির ঘটনাটি ঘটে। এ ঘটনায় গৃহকর্মী সহ আহত হয়েছে আরও তিনজন। ডাকাত দলের কবল থেকে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। জনতার গণপিটুনীতে নিহত ডাকাত জুয়েল (৩৫) উপজেলার যমুনাবাদ গ্রামের ডাকাত চেরাগ আলীর ছেলে। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব সুলতানশী গ্রামের বাগগবাড়ী এলাকার জবেদ আলীর বাড়ীতে ডাকাতি করতে হামলা দেয় ডাকাত জুয়েলের লোকজন। বাড়ীর লোকজনকে জিম্মি করে ডাকাতি করে তারা। এক পর্যায়ে জবেদ আলীর তিন ছেলেকে ছুরিকাঘাত করে আহত করে ডাকাতদ্বল। তাদের শোর চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদ্বল পালিয়ে যাওয়ার চেস্টা করলে জুয়েল নামের এক ডাকাতকে জনতা আটক করে পিটুনী দেয়। এতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানীয় সাংবাদিক আজিজুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত ডাকাতের লাশ পুলিশ উদ্ধার করেছেন।


     এই বিভাগের আরো খবর