,

মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় জুনায়েদ এর জামিন না মঞ্জুর

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ীর মৃত্যু ঘটনার মামলার জুনায়েদ আহমদ (৩৫) নামের এক আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, সিরাজুল ইসলাম ও সৈয়দ মোজাম্মেল হক রাসেল। আসামীপক্ষে ছিলেন এডভোকেট রাসেলুর হকসহ অন্যান্য আইনজীবিরা। উলে­খ্য গত ২৬ মার্চ লাইব্রেরীর ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরীকে একই এলাকার বুলু দেব, ওয়াহাব মিয়া, ওছাব মিয়া, আলমগীর, ফরিদ মিয়া, বসু মিয়া ও উমদা মিয়াসহ বিভিন্ন ব্যক্তি সুদের ঋণ পরিশোধের টাকার জন্য চাপ দেয়। কিন্তু ঋনের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। তাই ক্ষোভে দুঃখে তিনি সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন। জুনেদ মিয়া মেরাসানি গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র। এ ঘটনায় আতিকুর রহমানের ভাতিজা আইনজীবি সহকারি জামাল মিয়া বাদি হয়ে কোর্টে মামলা করলে আদালত মামলাটি রজুর জন্য মাধবপুর থানার ওসিকে নির্দেশ দেন। ওই মামলার আসামী ময়না মিয়া কারাগারে রয়েছে।


     এই বিভাগের আরো খবর