,

নবীগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ॥ বৃদ্ধ নিহত

ছনি চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও মাছ বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো ১জন। নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর পরগণার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের নূর ফিলিং ষ্টেশনের নিকটবর্তী মাঠে প্রতিদিনের ন্যায় মহাসড়কে পাশে বসে গরুকে ঘাস খাওয়াচ্ছিলো গজনাইপুর ইউনিয়নের রামলোহ টিলাপাড়া গ্রামের তাহির মিয়া (৭০) নামে এক বৃদ্ধ। দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা থেকে শেরপুরগামী মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান ও সিলেট থেকে ঢাকাগামী প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ (১১-৫৩৩৫) গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং ষ্টেশনের সামনে পৌঁছা মাত্রই মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারী তাহির মিয়া (৭০) ও প্রাইভেট কার চালক গুরুতর আহত হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে-মুছড়ে যায় এবং পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিকআপ ভ্যান সহ চালকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজন আহত প্রাইভেট কার চালককে নবীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃদ্ধ তাহির মিয় কে প্রথমে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্ত্যবরত চিকিৎসক বৃদ্ধ তাহির মিয়ার অবস্থা আশংকাজনক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে দুপুর দেড়টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহির মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে মৃত্যুর খবর দিনারপুর পরগনায় পৌঁছার পর স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দূর্ঘটনায় নিহত তাহির মিয়ার বাড়িতে শোকের ছাঁয়া নেমে এসেছে। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।


     এই বিভাগের আরো খবর