,

মিরপুর ধুলিয়াখাল সড়কে চোরাই তেল পাচার ॥ পিকআপ ভ্যান আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের ধুলিয়াখাল মিরপুর সড়কে দীর্ঘদিন ধরে চোরাই তেল এক শ্রেণীর চোরাকারবারীরা ভূয়া নাম্বার ব্যবহার করে পিকআপ ভ্যান দিয়ে বৈদ্যের বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে হবিগঞ্জ সিআইডির পরিদর্শক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ পিকআপ ভ্যান (জিশান পরিবহন নামে ঢাকা মেট্রো ১৫-০৭২৯) যার মালিক শামসুল হককে চোরাই তেলসহ আটক করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণীর চোরাকারবারীরা ওই সড়কে পিকআপ ভ্যানের ভূয়া নাম্বার লাগিয়ে তেল পাচার করে আসছে। অভিযোগ উঠেছে, এলাকাবাসীর পক্ষ থেকে আইন শৃংখলা বাহিনীর অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে বিভিন্ন রেল গাড়ি থেকে তেল খুলে বৈদ্যের বাজারসহ বিভিন্ন স্থানে পাচার করছে। ওই বাজারের একজন ব্যবসায়ী চোরাই তেল বিক্রি করছে। আর এসব চোরাই তেল বিক্রি করে তিনি শূণ্য থেকে কোটিপতি বনে গেছেন। এদিকে, তেল ও গাড়ী জব্দ করে সিআইডি পুলিশ গতকাল শুক্রবার বিকালে রহস্যজনক কারণে পিকআপ ভ্যানটি ছেড়ে দেন। এ ব্যাপারে পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, গাড়ির কাগজপত্র সঠিক থাকায় মালিকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর