,

নবীগঞ্জের মানসিক ভারসাম্যহীন আসু’র কষ্ঠের শেষ কোথায়?

আলী হাছান লিটন ॥ জীবন মানেই যুদ্ধ, কিন্তু এ কেমন যুদ্ধ ? দীর্ঘ ২০/২৫ বছর ধরে নবীগঞ্জ বাজারে একটি বস্তার ঝুলি কাঁধে নিয়ে বয়সের ভারে নুয়ে নুয়ে ঘুরে বেড়াচ্ছেন মানসিক ভারসাম্যহীন আসু রায় (৭০)। জীবন তার কাছে বুঝা হয়ে গেছে। অটোরিক্সা দুর্ঘটনায় আহত আসু রায় প্রায় এক মাস যাবত নবীগঞ্জ হাসপাতালে বেডে অপেক্ষায় আছেন কবে এ জীবনের শেষ হবে। ২০/২৫ বছর যাবত মানসিক প্রতিবন্ধী নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত জতি রায়ের কন্যা আসু রায় জানাতে পারেনি তার স্বামী বা সন্তান আছে কি নেই। আসু রায়ের এক আত্মীয় জানান, বিগত সময়ে গরীব বাবার পক্ষে উন্নত চিকিৎসা করাতে না পাড়ায় আজ ২০/২৫ বছরে যাবত তিনি মানসিক প্রতিবন্ধী হয়ে নবীগঞ্জ শহরে ঘুরে বেড়াচ্ছেন। এক সময়ে হবিগঞ্জ গোপাল আখড়ায় প্রায় ১২ বছর বৈষ্ণবের দায়িত্ব পালন করেন। নবীগঞ্জ বাজারের ছোট বড় সবার কাছে স্নেহভাজন প্রতিবন্ধী আসু দিদি। যার কাছেই হাত পাতেন সকলই কমবেশ সহায়তা করেন তাকে। আসু রায়ের কাছ থেকে অন্য মানসিক রোগীর মতো কেউ কোন খারাপ আচরণ বা ভারসাম্যহীন হয়ে মারা-মারি করতে দেখা যায়নি। আসু রায়ের আত্মীয় সুত্রে জানা যায়, প্রায় একমাস পূর্বে শহরের মধ্য বাজারে ১৩/১৪ বছরের অপ্রাপ্ত বয়সের অটোরিক্সা চালক বেপড়োয়া ভাবে অটোরিক্সা চালিয়ে আসু রায়ের পায়ে রক্তাক্ত জখম করে। এরপর থেকেই নবীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। আসু রায় জানেনা কবে সুস্থ হয়ে তার শেষসম্ভল একটা ঝুলি কাঁধে নিয়ে তার প্রিয় শহরে ঘুরতে পারবেন। সরকারি হাসপাতালগুলিতে গরীব, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সুবিধার জন্য সমাজ কল্যাণ বিভাগ নামে একটি শাখা চালু রয়েছে। এই শাখার মাধ্যমে আসু রায়েকে উন্নত চিকিৎসার দাবী জানাচ্ছে এলাকার সচেতন লোকজন। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আহবান জানান।


     এই বিভাগের আরো খবর