,

নবীগঞ্জে চাঞ্চল্যকর জামিল হত্যাকান্ডের ঘটনায় ৩ জন আটক : মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মুরাদ আহমদ ॥ মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় সিলেট লিডিং ইউনিভার্সিটির মেধাবী ছাত্র জামিল হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে সিআইডি পুলিশ। গতকাল বিকাল ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার মংলাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মংলাপুর গ্রামের মছদ্দর আলীর পুত্র সিপন আহমদ, আব্দুর রুপ এর পুত্র সাহেল আহমদ, আব্দুল জলিলের পুত্র দেলোয়ার হোসেন। এব্যাপারে সিআইডির এসআই আব্দুর রাজ্জাক এর সাথে যোগাযোগ করা তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর পূর্বে পাহারাদার হামিম আহমদকে জিজ্ঞাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। অপরদিকে গতকাল শনিবার সকাল ১০টায় নিহত জামিলের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্তরে এক বিশাল মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মৌলভীবাজার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাজমুল হক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, বৈঠাখাল মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, নিহত জামিল আহমদের পিতা মাওলানা মোস্তফা আহমদ, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, ইউপি সদস্য সাহেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী নিহত জামিলের বোন জামাই শাজন মিয়া, যুুক্তরাজ্য ওল্ডহাম শাখা বিএনপি সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ চৌধুরী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধাবী কলেজ ছাত্র জামিল যেভাবে নিশংসভাবে খুন করা হয়েছে। এটা খুব হৃদয় বিধারক একটি ঘটনা। এভাবে যেন আর কোন পিতা-মাতার বুক খালি না হয়। অচিরেই খুনিদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১ এপ্রিল শুক্রবার গভীর রাতে একদল অস্ত্রধারী দূর্বৃত্ত মাওলানা মোস্তফা আহমদ এর বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার শয়ন কক্ষে ঢুকে এলোপাতারি হামলা করে। এসময় মোস্তফা আহমদ এর স্ত্রী সালেহা আক্তার চিৎকার দিলে পাশের রোমে ঘুমিয়ে থাকা তার পুত্র সিলেট লিডিং ইউনির্ভাসিটির অর্নাস ২য় বর্ষের ছাত্র জামিল আহমদ (২৫), সৈয়দপুর মাদ্রাসার আলীমে অধ্যায়নরত মওদুদ আহমদ (২০), আউশকান্দি দি লিটল ফাওয়ার জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র মাসুদ আহমদ (১৪) এগিয়ে আসলে তাদেরকেও অস্ত্র দিয়ে বেধরক কুপিয়ে আহত করে তাদের বাবাকে পেটাতে থাকে। এক পর্যায়ে বাবাকে রক্ষা করতে দুর্বৃত্তদের সাথে পাল্টা পাল্টি আক্রমন চলে জামিলের। এসময় সংঘবদ্ধ অস্ত্রধারীরা ক্ষিপ্ত হয়ে এলোপাতারি ভাবে তাদের কোপাতে তাকে। প্রায় ৩০মিনিট সময় চলে দূর্বৃত্তদের সাতে তাদের তিন ভাইয়ের পাল্টা পাল্টি হামলা। এক পর্যায়ে জামিল মুখোশপড়া দূর্বৃত্তদের মূখোশ টান মেরে খুলে ফেলায় জামিলকে তাদের বাড়ির উটানে নিয়ে বেধরক মারপিট করে। এতে তারা ৩ সহোদর গুরুতর আহত হয়ে মাটিতে লুটি পড়ে। এর পর জামিলকে মৃত ভেবে দূর্বৃত্তরা চলে যায়। তার মা ও বোনের আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিল আহমদকে মৃত ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর