,

হবিগঞ্জে শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রতিবাদ্য বিষয় নিয়ে বুধবার দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালা। জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং সংশ্লিস্ট অফিসের তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিনের সঞ্চালনা ও সংশ্লিস্ট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে দু’পর্বে অনুষ্ঠিত এই কর্মশালা ও আলোচনা সভায় অংশ নেন সাংবাদিকসহ বিভিন্ন পেশার নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ। ১ম পর্ব কর্মশালায় মুখ্য কর্মকর্তা হিসেবে সেশন পরিচালনা করেন সংশ্লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন। ২য় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার এবং জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক দেশ জমিন সম্পাদক ও বিটিভির প্রতিনিধি মোঃ আলমগীর খান, ডাঃ সাজ্জাদ মাহমুদ। বক্তব্য রাখেন, সাংবাদিক আলী নোয়াজ, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক আব্দুল মতিন, শিক্ষিকা আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গী-সন্ত্রাস প্রতিরোধ এবং যুদ্ধাপরাধ বিচার ও ভিক্ষুক মুক্ত করন কর্মসূচীসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নানা কর্মসূচী বাস্তবায়নে গ্রামাঞ্চলে বসবাসরত ধর্মীয় উপাসনালয়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গকে তাদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনসহ সরকারের গৃহিত সকল কর্মসূচীর প্রচার সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর