,

এমপি কেয়া চৌধুরী’র দাবির প্রেক্ষিতে হাওর এলাকার বিদ্যালয়গুলোতে ডিজিটাল ল্যাব চালুর ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ মহান জাতীয় সংসদে এমপি কেয়া চৌধুরী’র দাবির প্রেক্ষিতে নবীগঞ্জ-বাহুবল উপজেলার হাওরসহ দেশের হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ চালুর ঘোষণা দিলেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল বুধবার সংসদে সম্পূরক এক প্রশ্নে এমপি কেয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার আধুনিক রুপই জননেত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র বিদ্যুৎ আজ প্রত্যন্ত গ্রামে গ্রামে আমরা পৌঁছে দিচ্ছি। হাওর এলাকার একজন সন্তান হিসেবে মাননীয় স্পীকারের মাধ্যমে আমি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রীর কাছে দাবী করছি, অগ্রাধিকার দিয়ে হাওরের বিদ্যালয়গুলোতে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ চালু করবেন কি না? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন খুবই প্রয়োজনীয় প্রশ্ন করায় আপনাকে ধন্যবাদ। পর্যায়ক্রমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-বাহুবল উপজেলার হাওরসহ দেশের হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব, চালু করা হবে বলে মন্ত্রী ঘোষণা দেন।


     এই বিভাগের আরো খবর