,

নবীগঞ্জে বন্যা দুর্গত পরিবারের মধ্যে চাল ও নগদ অর্থ প্রদান

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে ১০০টি বন্যাদূর্গত পরিবারের মধ্যে ৩৮ কেজি চাল ও জনপ্রতি ৫’শ টাকা করে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার নবীগঞ্জ ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বন্যা দুর্গত পরিবারের সদস্যদের মধ্যে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটি.এম সালাম, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ সদর ইউপি সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। অপরদিকে ৭ নং করগাঁও ইউনিয়নে ৩০০ পরিবারের মধ্যে ৩৮ কেজি করে চাল বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। এ সময় স্থানীয় চেয়ারম্যান ছাইম উদ্দিন, ইউপি সদস্য/সদস্যাবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া একইদিন ৯ নং বাউসা ইউপিতে ২০০ পরিবারের মধ্যে ৩৮ কেজি করে চাল ও নগদ ৫”শ টাকা করে বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এ সময় স্থানীয় চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, সহকারী শিক্ষা কর্মকর্তা অজয়, স্থানীয় ইউপি আওয়ামীলীগ সভাপতি দীপেন্দু দাশ গুপ্ত, সাধারণ সম্পদক হারুন মিয়া, ইউপি সদস্য/সদস্যাবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর