,

সুবীর নন্দী একজন গুনী সংগীত শিল্পী -জেলা প্রশাসক সাবিনা আলম

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জবাসীকে দেয়া প্রতিশ্র“তি রক্ষা করলেন প্রখ্যাত সংগীত শিল্পী সুবীরনন্দী। মাত্র এক মাসের ব্যবধানে নারীর টানে আবারও হবিগঞ্জের সংগীত প্রেমীদের মুগ্ধ করলেন তিনি। সুবীর নন্দী গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সুরবিতানে আসেন সপরিবারে। পরিবেশন করেন জনপ্রিয় কিছু গান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরবিতানের সভাপতি ও জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন ডিডিএলজি (উপ-সচিব) শফিউল আলম, সুরবিতানের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুরবিতানের সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল। শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন, কন্ঠ শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, স্বদেশ দাস, সুরবিতানের সদস্য আলাউদ্দিন আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে ডিডিএলজি শফিউল আলম রচিত দুটি গান তাৎক্ষণিক সুর দিয়ে পরিবেশন করেন সুবীরনন্দী। সুরবিতানের সভাপতি ও জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘সুবীরনন্দী একজন গুনী সংগীত শিল্পী। তার কারণে সমগ্র দেশসহ বহির্বিশ্বেও হবিগঞ্জ আজ সুপরিচিত। সুবীরনন্দীর জন্মস্থান হবিগঞ্জ আমার কর্মস্থল হওয়ায় নিজেকে ধন্য মনে করছি’। সুরবিতানের সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘সুবীর আমাদের গর্ব। ৬৯-এর গণআন্দোলনের সময় সুবীরনন্দী এবং হবিগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি গোলাম মোস্তফা রফিকসহ কয়েক জন কন্ঠশিল্পী হবিগঞ্জ শহরসহ প্রত্যন্ত অঞ্চলে গান গেয়ে সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করতেন। তাদের গানে সাধারণ মানুষ জড়ো হত এবং আমরা রাজনৈতিক বক্তব্য দিতাম। এছাড়াও ৭১-এ মুক্তিযুদ্ধের শুরুতে হবিগঞ্জে সুবীরনন্দীর নেতৃত্বে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। হবিগঞ্জের কৃতি সন্তান প্রখ্যাত সংগীত শিল্পী সুবীরনন্দী তার বক্তব্যে বলেন, ‘মাটির টানেই আমি বার বার হবিগঞ্জে ফিরে আসি। হবিগঞ্জে আসলেই আমার এই সুরবিতানের কথা মনে পড়ে। কারণ, প্রয়াত উস্তাদ বাবর আলী খান সাহেবের হাতে গড়া এই সুরবিতান থেকেই আমার সংগীত জগতে যাত্রা শুরু। তিনি আরও বলেন, ‘আপনারা বিশ্বাস করুন ঢাকা থেকে যখন হবিগঞ্জে আসি তখন মনে হয় আমি মায়ের কোলে ফিরে এসেছি। হবিগঞ্জের মুক্ত বাতাসে আমি বুক ভরে নিশ্বাস ফেলতে পারি’। উলে­খ্য, অনুষ্ঠানে সুবীরনন্দীর সাথে তার স্ত্রী, কন্যা ও নাতি উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর