,

নবীগঞ্জ কলেজের দানপত্র দলিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ কলেজের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাংলাদেশ সরকারের পক্ষে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষামন্ত্রণালয় এর অনুকূলে গতকাল দানপত্র দলিল (উববফ ড়ভ এরভঃ) রেজিষ্ট্রি করা হয়েছে। গতকাল বিকেল ৩টায় কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদ এবং শিকমন্ডলী ও কর্মচারীবৃন্দ নবীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে এসে দানপত্র দলিল সম্পন্ন করেন। উক্ত দানপত্র দলিল এ সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট মূল্য ধরা হয়েছে আট কোটি একান্ন লক্ষ তেষট্টি হাজার টাকা। কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ এর স্বাক্ষর এবং নবীগঞ্জ কলেজের অধ্যাপক মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী সনাক্তকারী হিসাবে স্বাক্ষর প্রদানের মাধ্যমে উক্ত দলিল সম্পাদিত হয়। উক্ত দানপত্র দলিল সম্পাদনে সার্বিকভাবে সহযোগীতা করেন নবীগঞ্জ উপজেলার সাবরেজিষ্ট্রার নূরুল আমীন, অফিস সহকারী সুখেন্দু পুরকায়স্থ এবং দলিল মুসাবিদা করেন শাহ্ মোহাম্মদ সাজিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক খালিকুজ্জামান, রেজাউল আলম, রূপেশ চন্দ্র দাশ, অসীম কুমার রায়, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, প্রদর্শক মোঃ দুদু মিয়া, অফিস সহকারী মোঃ সুনাম উদ্দিন, বিন্দু ভূষণ বৈদ্য, কম্পিউটার ল্যাবঃ সহকারী জ্যোতিষ রঞ্জন সরকার, এম.এল.এস.এস মোঃ সানু মিয়া, মাহবুবুর রহমান, মোঃ আব্দুস সামাদ, সুন্দর রাম রাউত, মোঃ সফিক আলী, সতীশ ভট্টাচার্য্য, মোঃ ফয়জুর রহমান। নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতায় ১৯৮৪ খ্রি. সনে নবীগঞ্জ কলেজটি প্রতিষ্ঠিত হয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সকল স্তরের মানুষের উচ্চ শিক্ষায় বিশেষ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ১৭ আগস্ট ২০১৬ খ্রি. সনে কলেজটি সরকারীকরণের জন্য সদয় সম্মতি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল ২০১৭ খ্রি. তারিখ কলেজের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরের আদেশ প্রদান করা হয়। উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি বাস্তবায়নে নবীগঞ্জ-বাহুবলের মাননীয় সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী, কলেজটি সরকারিকরণে বিশেষভাবে কাজ করে গেছেন এবং প্রতি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণে অত্র উপজেলায় একমাত্র নবীগঞ্জ কলেজকে অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। দানপত্র দলিল সম্পাদনে কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের সহযোগিতা রয়েছে।


     এই বিভাগের আরো খবর