,

সিলেটে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ‘আরবান স্লাম চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’-এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় হত দরিদ্র, ঝরেপড়া শিশুদেরকে শিক্ষার মূল স্্েরাতধারায় নিয়ে আসা ও তাদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্য রিচিং আউট অব স্কুল ডিলড্রেন (রস্ক) ফেইজ- ২ প্রকল্প সিলেট সিটি কর্পোরেশনের ১৬টি ওয়ার্ডে ২৮টি কম্পাউন্ড (স্কুল)-এ ৩ হাজার ৩ শত ৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে গত ৬ মার্চ শনিবার হোটেল ভ্যালী গার্ডেনএর সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মিজানুর রহমান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সেভ দ্যা চিলড্রেনের চাইল্ড প্রোভার্টির সেক্টর ডিরেক্টর ড. ফ্রেডরিক ক্রিস্টোফার, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌফিক বক্স লিপন ও জানারা খানম মিলন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, সেভ দ্যা চিলড্রেনের প্রোগ্রাম ডিরেক্টর শাহিদা বেগম ও বর্ণলী চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিলেটসহ সারাদেশের ১১টি সিটি কর্পোরেশন এলাকায় ‘আরবান স্লাম চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ চালু হচ্ছে। বিদ্যালয় বহির্ভূত কোন শিক্ষার্থী যাতে স্কুলের বাইরে না থাকে এটাই এ প্রকল্পের মূল লক্ষ্য। ঝরেপড়া ৮-১৪ বছর বয়সী যে কোন শিশু এ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত বিদ্যালয় থেকে তিন বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী করতে পারবে। উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, সিএমসি সভাপতি ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর