,

বানিয়াচং-শিবপাশা সড়কে আবারো সিএনজি গাড়ী ভাংচুর

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ রিক্সা চালকের পক্ষে আবারো শিবপাশায় ২টি সিএনজি গাড়ী ভাংচুর করেছে কতিপয় লোকজন। এ ঘটনায় আজমিরীগঞ্জ ,বানিয়াচং ও হবিগঞ্জের সিএনজি শ্রমিকরা তীব্র আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টায় শিবপাশা-বানিয়াচং সড়কের হুকুড়া নামকস্থানে আবারো পর পর বানিয়াচং ও হবিগঞ্জের দু’টি সিএনজি ভাংচুর করেছে বং হুকুড়া মহল্লার কতিপয় দুস্কৃতিকারী। এ ঘটনার পর হবিগঞ্জ-বানিয়াচং ও আজমিরীগঞ্জ এই ৩ উপজেলার সিএনজি শ্রমিকরা আজ খেকে তীব্র আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল দুপুরে বানিয়াচং-শিবপাশা সড়কের হুকুড়া নামকস্থানে একটি রিক্সা রাস্তা দখল করে রাখে। এসময় পিছন দিক থেকে একটি সিএনজি চালক রিক্সাটি সড়ানোর জন্য বললে রিস্কা চালক তাতে সাড়া দেয়নি। পরে সিএনজি চালক নিজে রিক্সাটি সড়াতে গেলে রিক্সা চালক ও তার লোকজন সিএনজি চালকের উপর হামলা চালিয়ে তাকে আহত করে। খবর পেয়ে স্ট্যান্ড থেকে কয়েকজন সিএনজি চালক ঘটনাস্থলে গেলে তাদের উপরও হাশলা চালায় রিক্সা চালক রবি মিয়া ও মিজাজ আলীর লোকজন। ঘটনার পরপরই সিএনজি চালকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শ্রমিক ধর্মঘটের ডাক দেয়া হলে পুলিশ প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেন। গতকাল দিনে আহত শ্রমিক আব্বাস আলী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এদিকে গতকাল সন্ধার পর বং মহল্লার সবুজ চৌধুরী, ছাচন মিয়া ও হুকুড়া মহল্লার মিজাজ আলীর নির্দেশে তাদের লোকজন আবারো হবিগঞ্জ ও বানয়িাচংয়ের ২টি সিএনজি গাড়ী ভাংচুর করে। ভাংচুকৃত গাড়িটি হল- হবিগঞ্জ থ-১২৬৭ ও হবিগঞ্জ থ-৫৮৩৫ সিরিয়লের। এ ঘটনায় আজ থেকে আবারো আজমিরীগঞ্জ-বানিয়াচং-হবিগঞ্জ সড়কে শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়ার ঘোষনা দিয়েছেন শ্রমিকরা বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর