,

শিবপাশা-আইনগাঁও সড়কের বেহাল দশা ॥ দুর্ভোগে যাত্রীরা :শ্রমিকদের নিজ অর্থায়নে রাস্তা সংস্থার

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার ব্যস্থতম সড়ক শিবপাশা আইনগাঁও সড়কের দীর্ঘ দিন যাবত বেহাল অবস্থা কার্পেটিং, ইট, বালু ও খোয়া উঠে গিয়ে খানাখন্দকে পরিনত হয়েছে এই সড়ক। কোথাও কোথাও বড় বড় গর্ত হয়ে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের বাইপাস এই সড়ক দিয়ে যানবাহনগুলো প্রতিদিন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কে যাতায়াতকারী যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শিবপাশা হইতে আইনগাঁও পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি বাউসা ইউনিয়ন ও দিনারপুর পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের অত্যন্ত গুরুত্বপূর্ন একমাত্র সড়ক। দিনারপুর এলাকার জনগন এবং মালামাল পরিবহনে ঢাকা সিলেট মহাসড়কের সাথে যোগাযোগের একমাত্র সড়ক এটি। এই আঞ্চলিক সড়ক দিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় হাজারো ছোট-বড় যানবাহন চলাচল করছে। ব্যাপক সংখ্যক যানবাহন চলাচল এবং বৃষ্টির কারণে ইট, বালু, খোয়া উঠে গিয়ে সড়কে খানাখন্দকে পরিনত হয়েছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে বিপুল সংখ্যক সিএনজি ও যানবাহন অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। আইনগাঁও হইতে নবীগঞ্জ সদরে যেথে যেখানে বড়জোড় ১৫/২০ মিনিট সময় লাগার কথা, সেখানে সড়কটির বেহাল অবস্থার কারণে বর্তমানে সময় লাগছে এক থেকে দেড়ঘন্টা। রাস্তার এই বেহাল অবস্থার কারণে এই সড়কে চালিত সিএনজির বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। তাছাড়া এই সড়কে ছোট বড় দুর্ঘটনা নিত্যদিন ঘটছে। প্রচুর বৃষ্টিপাতে গর্তে পানি জমে সড়কটিতে কাঁদার সৃষ্টি হওয়ায় সড়কটিতে যান চলাচলের উপযোগী করতে এবং অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে এই সড়কের সিএনজি চালকরা তাদের নিজ থেকে অর্থ সংগ্রহ করে সড়কের ৯ কিলোমিটার রাস্তায় ইট ও বালু ফেলে সংস্কার কাজ করেন। শিবপাশা আইনগাঁও সড়কের সিএনজি সংগঠনের ম্যানাজার দুলাল আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়নে ভাসছে দেশ তবে আমরা কেন সরকারে উন্নয়ন থেকে বঞ্চিত তা আমাদের জানা নেই। দেশের উন্নয়নে শ্রমিক কৃষক ও খেটে খাওয়া সাধারণ মানুষের অবদান রয়েছে। এর ধারাবাহিকতায়ই আমাদের শ্রমিকদের নিজ উদ্যোগে এই সড়কে ইট ও বালি দিয়ে সংস্থার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর