,

গ্যাস পাচ্ছে হবিগঞ্জের ১৭ ব্যাণিজ্যিক প্রতিষ্ঠান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ প্রায় ৬ বছর বন্ধ থাকার পর সম্প্রতি শিল্পে গ্যাস সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তন্মধ্যে গ্যাস সংযোগ পাচ্ছে হবিগঞ্জ জেলায় ১৭ টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। সম্প্রতি পেট্রোবাংলার ওয়েবসাইটে নতুন গ্যাস সংযোগের জন্য অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। পেট্রোবাংলার ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে জানা যায় নবীগঞ্জ মেসার্স বাংলাবাজার গার্মেন্টস এন্ড টেক্সটাইল মিলস লিমিটেড, মাধবপুরে শাহজিবাজারের মেসার্স সামুদা পার অক্সাইড লিমিটেড, হার্ডল্যান্ড সিরামিকস, শায়েস্তাগঞ্জের মেসার্স অর্গানিক নিট কম্পোজিট লিমিটেড, মেসার্স এসবি নীট কম্পোজিট, বাহুবলের মেসার্স কণিকা কমার্শিয়াল লিমিটেড, মাধবপুরের শাহজিবাজারের মেসার্স কেকো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, একই এলাকার মেসার্স নাহিদ ফাইন টেক্সটাই, মাধবপুরে যমুনা টায়ার লিমিটেড, হবিগঞ্জের এভারওয়ে ইয়ার্ন ডায়িং লিমিটেড, আরগন স্টিনিং লিমিটেড, মাধবপুরের মেসাস গ্লোরি এগ্রো প্রোডাক্টস, হবিগঞ্জের অলিপুরে স্কয়ার ডেনিমস লিমিটেড, হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও পাইওনিয়ার স্পিনিং লিমিটেড। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, শিল্পখাতে গ্যাস সংযোগের প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবেদনকারীদের সবকিছু যাচাই বাছাই করে সংযোগ প্রদানের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে। যা পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর