,

বানিয়াচঙ্গের হিয়ালা গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে মহিলা ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা জানায়, মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামের লাল মিয়ার পুত্র হারুন মিয়ার সাথে একই গ্রামের আজিদ মিয়ার পুত্র আব্দুল মন্নাফের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে তাদের মাঝে একাধিক মামলা মোকদ্দমা ও রয়েছে। গতকাল সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর হয়। গুরুতর আহত অবস্থায় হারুন মিয়া (৪০), মন্নাফ মিয়া (৪৫), কাজল মিয়া (১২), সাহাবুদ্দিন (২২), আব্দুল জব্বার (১৬), জাহাঙ্গীর (২২), মস্তু মিয়া (২৮), আব্দুল আহাদ (২০), ফারুক মিয়া (২০), আব্দুর রউফ (১৮), সাইফুল (২৫), মন্নাফ (১৮), কাওছার (২০), তারেক (২৫), লুতু মিযা (৬০) ও বিপ্লব (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। টেটাবিদ্ধ অবস্থায় মুখলেছ মিয়া (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


     এই বিভাগের আরো খবর