,

বানিয়াচঙ্গে শিশুদের আম পাড়া নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বাগজুর গ্রামে শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সূত্রে জানা যায়, গতকাল সাড়ে ৩টার দিকে ওই গ্রামের লকুজ মিয়ার পুত্র আরিফ (১৪) ও কদ্দুছ মিয়ার পুত্র রাজিব (১৪) একই গ্রামের আব্দুর রশিদের গাছ থেকে আম পাড়ছিল। এ সময় আব্দুর রশিদের পুত্র আল আমিনের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বিকল ৪টায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুইঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হল নুরুন নাহার (২৭), হারুন (৩৫), সুরুজ (৩৩), আলাউদ্দিন (২২), সিজিল (১৭), রুবি (৩৫), সাত্তার (২৫), আলকাস (২২), ফুল মিয়া (৫২), কাজল (৩০), রানু (২৫), আমির হোসেন (৪০), কাদির (২০), সুমন (২০), মালেক (২৩), সুমন (৩০), খাদিজা (১৩), আলাউদ্দিন (৩৫), লিটন (১০), আলাই (৩৫), বাচ্চু (৫৫), উস্তার (২৮), ইমন (১৪), কালাম (৩০), সাজু (২৫), বিলকিছ (১৫), মিজবাহ (৪০), মতলিব (৬০), আলফাজ (২৬), হোসেন (৫০) ও তাজুল (২০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে ওই গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে টেটা, ফিকল, রামদাসহ শতাধিক দেশীয় অস্ত্র জব্দ করে।


     এই বিভাগের আরো খবর