,

শাখা বরাক খালের উপর সেতু উদ্ভোধনকালে এমপি মুনিম চৌধুরী বাবু- শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে

মুরাদ আহমদ ॥ মহাজোট সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া যেমন সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতি সরকার বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন। গতকাল সোমবার বিকেল ৫টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা-দৌলতপুর রাস্তায় শাখা বরাক খালের উপর ৩২ ফুট দৈর্ঘ্যরে সেতু উদ্বোধন কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও আউশকান্দি ইউপি চেয়ারম্যান হাজী মহিবুর রহমান হারুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য উস্তার মিয়া, বিশিষ্ট মুরব্বি আব্দুস সালাম, আহমেদ হোসেন চৌধুরী, আব্দুল মতলিব, হাফেজ কুতুব উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী নোমান সরদার, আনসার মিয়া, আবু লেইছ, যুবলীগ নেতা গৌছ চৌধুরী, সাংবাদিক ও গীতিকার এম.মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমেদ, মিজানুর রহমান সোহেল প্রমুখ। উক্ত সেতুটি ২৪ লক্ষ ৪৫ হাজার ৯৮৫ টাকা ব্যয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অফিস নবীগঞ্জ, হবিগঞ্জ এর বাস্তবায়নে নির্মিত হয়। এতে ওই এলাকার জনসাধারনের দূর্ভোগ লাগব হবে। অপরদিকে সোমবার সকালে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যায়ে ৪নং দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের দু’তলা ভবনের শুভ উদ্ভোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোওয়ার, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পিআইও জহিরুল ইসলাম, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়া, দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আজিজুল হক শিবলী, কবি ও সাংবাদিক নীলুফা ইয়াসমীন, ইউপি আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর