,

নবীগঞ্জে বৃটিশ নাগরিকের উপর সন্ত্রাসী হামলা : গুরুতর অবস্থায় ঢাকা প্রেরণ ॥ ৩ সন্ত্রাসী আটক

মুরাদ আহমদ ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের বাসিন্দা বৃটিশ নাগরিক শাহ্ নজরুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষনিক ৩ সন্ত্রাসীকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের মৃত আব্দুল হক মাষ্টারের পুত্র বৃটিশ নাগরিক শাহ নজরুল ইসলাম (৫৫) গতকাল মঙ্গলবার রাতে নবীগঞ্জ শহর থেকে একটি সিএনজি যোগে নিজ বাড়ি যাচ্ছিলেন। এসময় পূর্বশত্র“তার জের ধরে একই গ্রামের জাকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অশ্রসহ নজরুলের উপর হামলা চালায়। এতে নজরুল গুরুতর আহত হন। তার শোর চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এএসআই মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে এলাবাসীর সহযোগিতায় হামলাকারী জাকির ও তার দুই সহোদরকে আটক করে।


     এই বিভাগের আরো খবর