,

চীফ জুডিসিয়াল কোর্টের এপিপির উপর হামলা ॥ মোটর সাইকেলে অগ্নিসংযোগ ২৪ জনকে আসামী করে দ্রুত আইনে মামলা

হবিগগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টের এপিপি কালামের মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তদের হামলায় এপিপি আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় শহরের দক্ষিণ মোহনপুর এলাকার বাসিন্দা উল্লেখিত কোর্টের এপিপি মোঃ আবুল কালাম (৪০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রূত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলার বিবরনে জানা যায়, এপিপির গ্রামের বাড়ি তেতৈয়ায় ক্রিকেট খেলা নিয়ে শিশুদের ঝগড়া হয়। গত সোমবার সন্ধ্যা ৭টায় ওই ঝগড়ার সালিসে যাওয়ার জন্য মোটর সাইকেল যোগে রওয়ানা হন। ভাঙ্গারপুল নামকস্থানে পৌছে ওই এলাকার মোমিন মিয়ার চায়ের দোকানের সামনে মোটর সাইকেল রেখে সালিসে যাওয়ার জন্য রওয়ানা হন। এসময় ভাদৈ গ্রামের আওয়াল মিয়াসহ ২৪/২৫ জন লোক তার উপর অর্তকিত হামলা চালিয়ে পিঠিয়ে আহত করে। দুর্বৃত্তরা তার ব্যবহৃত ডিসকভার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দিলে পুড়ে ছাই হয়ে যায়। এসময় তারা কালামের পকেটে থাকা একটি মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মামলাটি বিচারক আমলে নিয়ে এফআই আর গণ্যে মামলা রুজুর জন্য সদর ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার খবর শুনে দুর্বৃত্তরা আত্মগোপন করেছে। এদিকে এপিপি আহত ও মোটর সাইকেল পুড়িয়ে ফেলার প্রতিবাদে তেতৈয়া, গোপায়া, ভাদৈসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ গতকাল মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদ সভা করেছে। তারা অনতিবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। অন্যাথায় যে কোন সময় কঠিন পরিস্থিতির হুশিয়ারী দেয়া হয়। এ ঘটনায় আইনজীবিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর